ঐ আমাদের পাঠশালা শুনছো না হইচই? আজ বছরের প্রথম দিন দিচ্ছে নতুন বই।
ঐ দেখ ঐ আসছে বীণা রিনা রুনুর মাঝে, পড়েছে ওরা নতুন জামা এসেছে খুব সেজে।
সকলে আজ হাসি-খুশি বইয়ের গন্ধে ফেরা, পড়তে-শিখতে পড়ি বই বইয়ে আমার সেরা।