‘বঙ্গবন্ধুর দেখনো পথেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে’

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা’ শীর্ষক কর্মসূচীর আওয়তায় “জাতির পিতার উন্নয়ন পরিকল্পনা ও বর্তমানের বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার রাতে জুম ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮ম বার্ষিকী কর্মপরিকল্পনা নিয়ে আলোচনায় মূল বক্তব্য উপস্থাপন করেন সাধারণ অর্থনিতি বিভাগের সদস্য সিনিয়র সচিব ডঃ শামসুল আলম।

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশের পথেই আমরা এগিয়ে চলেছি। বঙ্গবন্ধু স্বাধীনতা উত্তর যেমন বাংলাদেশ দেখতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই বাংলাদেশের দিকেই আমরা এগিয়ে যাচ্ছি।

মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে জুমের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

জুম কনফারেন্সে অন্যদের মধ্যে মেহেরপুর- ২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান খোকন, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, পুলিশ সুপার এস এম মুরাদ আলি, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ শফিউল আলম সরদার, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য্য, প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।