বঙ্গবন্ধুর মায়ের নামে নাম রাখা হলো ময়লার স্তুপে কুড়িয়ে পাওয়া শিশুটি নাম

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন পশ্চিম শহীদনগর ওয়েল মিলস্ জি.সি. ফ্যাক্টরীর পাশে ময়লার স্তুপে পরিত্যক্ত অবস্থায় ১ টি নবজাতক মেয়ে শিশু পড়ে থাকিতে দেখে স্থানীয় লোকজন বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার কে সংবাদ দিলে সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোজনদের সহায়তায় পরিত্যক্ত অবস্থায় নবজাতক মেয়ে শিশুটিকে উদ্ধার করে থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার ।

পরে অক্সিজেন মোড়স্থ প্লাজমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করান। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য নবজাতক মেয়ে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যান। ওসি প্রিটন সরকার মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের কৃতী সন্তান।

ওসি প্রিটন সরকার বলেন, ‘জাতির পিতার মায়ের নাম সায়রা খাতুন। আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক জন্মশতবার্ষিকী। মুজিববর্ষ উদযাপনের প্রস্তুতি চলছে সারাদেশে। মুজিববর্ষকে সামনে রেখে আমরা শিশুটির নাম দিয়েছি সায়রা। এ নামেই নথিপত্রে সে পরিচিত হবে। এছাড়া ওই শিশুটিকে কে বা কারা ময়লার স্তূপ ফেলে গেছে তা খুঁজে বের করার চেষ্টা করছি।

ওসি জানান, রাকিব নামে ১৩ বছর বয়সী স্থানীয় এক পথশিশু ময়লার স্তূপের মধ্যে কাগজ কুড়ানোর সময় নবজাতক শিশুটির কান্না শোনে। সে স্থানীয় আরেক যুবককে বিষয়টি জানায়। ইমরান নামে ওই যুবক বিষয়টি ওসিকে জানান।

এরপর ওসিসহ পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে জীবিত অবস্থায় মেয়ে শিশুটিকে উদ্ধার করেন। কাপড় দিয়ে মুড়িয়ে একটি ব্যাগে করে নবজাতকটিকে একটি কারখানার পেছনে আবর্জনার মধ্যে ফেলা হয়েছিল।

তিনি জানান, সেখানে প্রাথমিক চিকিৎসার পর সুস্থ থাকায় নবজাতকটিকে পরিচর্যার জন্য সমাজসেবা অধিদফতরের ‘ছোট মনি নিবাসে’ রাখা হয়েছে। শিশুটি সুস্থ আছে বলে তিনি জানিয়েছেন।