ছুটির দিনে বন্ধু বীনে থাকা বড়ই দায়, কইরে আমার বন্ধুমালা আয়রে ছুটে আয়।
খেলতে যাবো একইসাথে পাঁচমিশালির মাঠে, খেলা শেষে স্নান করবো কালনী নদীর ঘাটে।
কালনী নদীর মিঠা জলে খেলবো সাধের লাই, খেলার ছলে ভেসে ভেসে আনন্দের গান গাই।