একুশ শেখায় ভাষার প্রীতি একুশ বাড়ায় গর্ব, বিশ্ব মাঝে ত্যাগ বাঙালির আমরা তুলে ধরব।
রক্ত দিয়ে পেয়েছি যে বাংলাভাষা স্বর্ণ, লাখো টাকায় যায় না কেনা প্রিয় বাংলা বর্ণ।
শ্রদ্ধা জানাই সেই শহীদদের দিই তাদের ফুলও, যাদের ত্যাগে পেয়েছি আজ বর্ণমালা গুলো।