বর্তমান সরকার মানুষের কল্যাণের জন্য চিন্তা করে

আলমডাঙ্গার হারদি স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ বেডের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১ টার দিকে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ১ আসনের এমপি সোলাইমান হক জোয়াদ্দার ছেলুন নতুন ভবনের উদ্বোধন করেন।

নতুন ভবন উদ্বোধন শেষে হারদি স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভা অংশ নেন এমপি ছেলুন জোয়াদ্দার।

অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ১ আসনের এমপি সোলাইমান হক জোয়াদ্দার ছেলুন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন বলেন, বর্তমান সরকার মানুষের কল্যাণের জন্য চিন্তা করে। সাধারণ মানুষের নাগালে কমিউনিটি ক্লিনিক থাকায় সহজেই চিকিৎসা সেবা পাচ্ছে।

তিনি আরো বলেন, হারদি স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের কারণে চিকিৎসা সেবার আরো মানউন্নয়নে অগ্রগতি পেলো। উপজেলার সাধারণ মানুষ আর জেলামুখী চিকিৎসা সেবা নিতে দৌঁড়াতে হবে না।

অনুষ্ঠানটি পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাদি জিয়াউদ্দিন আহমেদ।

এসময় বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডাক্তার সাজ্জাদ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুর, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা পঃপঃ কর্মকর্তা হাসানুজ্জামান খান, সমাজসেবা অফিসার নাজমুল হোসেন, হারদী ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান ওল্টু, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম।

এসময় উপস্থিত ছিলেন এনজিও প্রতিনিধি বাবুল আক্তার, এ এইচ আই মাহবুল ইসলাম, ডাক্তার নাজনীন সুলতানা, ডাক্তার পার্থ সারথি পাল, শারমিন আক্তার, ডাক্তার আব্দুল্লাহ আল মাসুম, ডাক্তার আলামিন, ডাক্তার আব্দুল্লাহ আল গালিব, ডাক্তার শরিফুল ইসলাম, ডাক্তার চৌধুরী আসিফ আব্দুল্লাহ, ডাক্তার শারমিন সুলতানা, ডাক্তার মহুয়া বিনতে মোরশেদ, ডাক্তার জেসমিন আক্তার, ডাক্তার রুকাইয়া খাতুন, ডাক্তার লিয়ন, ডাক্তার শাহানা নাজনীন সহ উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যবৃন্দ। এ নতুন ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৯ কোটি ৭৫ লক্ষ টাকা।