বর্ষার ছড়া – বিচিত্র কুমার

মেঘলা আকাশ সকাল দুপুর
বৃষ্টি পরে টাপুরটুপুর,
একলা বসে ঘরের কোণে
হাজার স্মৃতি পড়ে মনে।

রিমঝিম বর্ষা দিনে
কথা হয় বৃষ্টির সনে,
কদম ফুল হাসে
কলমিলতা ভাসে।

ছেলেরা সব ভাসায় ভেলা
জলের উপর করে খেলা,
মেয়েদের সখ পুতুল খেলা
আনন্দতে কাটে বেলা।