সাত সকালে রাখাল ছেলে গরু নিয়ে ছুটে হাতে নিয়ে বাসের বাঁশি মাঠে ঘাটে ছুটে।
রাখাল ছেলে মনের সুখে বাঁশিতে টান মারে সেই বাঁশির সুর খানি যায় দূর তেপান্তরে।
সন্ধ্যা হলে রাখাল ছেলে বাড়ি ফিরে আসে মিষ্টি বাঁশির সুরে যেন সন্ধ্যা নেমে আসে।