
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের আলমডাঙ্গা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শ্রী সুধাংশু কুমার ব্যানার্জীকে আহ্বায়ক এবং শ্রী দিলিপ কুমার চৌধুরীকে সদস্য সচিব করে ২৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
গত ২২ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক স্বপন কুমার চক্রবর্তী এবং সদস্য সচিব চির কুমার সাহা আগামী ৯০ দিনের জন্য এ কমিটির অনুমোদন দেন। আলমডাঙ্গা উপজেলা শাখার আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক বিজেষ কুমার রামেকা, সদস্য শ্রী অশোক কুমার দত্ত, কৃষ্ণ বিশ্বাস, শিপরা বিশ্বাস, তন্ময় পাল, অমিত ব্যানার্জী, কন্দনা দত্ত, বুদ্ধ দেব সিংহ রায়, শংকর বিশ্বাস, দয়াল পাত্র, শুশিল পাত্র, অলোক দত্ত, শুম্ভু ধর, অয়ন ধর, তন্ময় ধর, শংকর ধর, রাজন দাস, কৃষ্ণ কুমার দাস, প্রবীর কুমার সাহা, সৌমেন কর্মকার, তপন কুমার সাহা, পরিতোষ সাহা, ছিদাম পাল, শ্রী বিধান চন্দ্র বেত আগামী ৯০ দিনের জন্য এ কমিটির অনুমোদন করেন এবং ৯০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূনাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ প্রদান করেন।