
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজমুল হক।
তিনি বর্তমানে মেহেরপুর জেলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছিলেন।
কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, অবসরজনিত ও মৃত্যুজনিত কারণে কয়েকটি পদ শূন্য হওয়ায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সংগঠকদের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।
সংগঠনের সভাপতি ওয়েছ আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নাজমুল হকের সাংগঠনিক দক্ষতা ও কার্যক্রমের ভিত্তিতে গত ২৫ অক্টোবর উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে তাকে নির্বাহী সভাপতি (ভারপ্রাপ্ত) পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।