বাংলার চাষী

বাংলার চাষী – মোহাম্মদ আব্দুর রশিদ

মাথার ঘাম পায়ে ফেলে
ফসল ফলায় চাষী,
তাইতো মোরা সবাই মিলে
ওদের ভালবাসি।

ওদের গায়ের ঘামে ফলে
সোনালী ফসল,
ফসল দেখে তাদের মনে
বাড়ে মনোবল।

সবুজ বাংলা গড়ে ওঠে
ওদের অবদানে,
জয়গান গাই ওদের তাই
হাসি-খুশী মনে।

সকল দেশের চাইতে সেরা
আমার দেশের চাষা,
প্রাণভরে জানাই তাই
ওদের ভালবাসা।