যখন গাছেরা সাজে নতুন পাতায় কোকিলেরা ডাকে কুহু কুহু সুরে, দখিনের বাতাস দোলা দেয় মনে তখন তুমি এসো আমার দেশে।
স্বাগত জানাবো তোমায় বসন্ত বাতাসে শিমুল পলাশ কৃষ্ণচূড়া ফুল হাতে। বাংলার রূপ দেখাবো তোমায় ফাগুনের পড়ন্ত বিকেলে।