বাংলা‌দে‌শে ২৫ হাজার টন পেঁয়াজ রফতা‌নির অনুম‌তি দিল ভারত

বাংলা‌দে‌শে ২৫ হাজার টন পেঁয়াজ রফতা‌নির অনুম‌তি দি‌য়ে‌ছে ভারত। শুক্রবার দি‌ল্লি‌তে ভার‌তের পররাষ্ট্র মন্ত্রণালয়, বা‌ণিজ্য মন্ত্রণালয় এবং ডায়‌রেক্ট‌রেট জেনা‌রেল অব ফ‌রেন ট্রেড এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নি‌য়ে‌ছে। দি‌ল্লি‌তে বাংলা‌দেশ হাই ক‌মিশ‌নের আন্তরিক প্রচেষ্টায় ভারত সরকার এ সিদ্ধান্ত নি‌য়ে‌ছে ব‌লে বিশ্বস্ত সূ‌ত্রে জানা গে‌ছে।

গত ১৪ সে‌প্টেম্বর ভার‌তের বা‌ণিজ্য মন্ত্রণাল‌য়ের অধীন ডায়‌রেক্ট‌রেট জেনা‌রেল অব ফ‌রেন ট্রেড ভারত থে‌কে সব ধর‌নের পেঁয়াজ রফতা‌নি বন্ধ করার আদেশ সম্বলিত সার্কুলার জা‌রি ক‌রে‌ছিল। এতে ক‌রে বাংলা‌দে‌শে পেঁয়া‌জের দাম বে‌ড়ে যায়। বাংলা‌দেশ সরকার‌কে আগেভা‌গে না জা‌নি‌য়ে হঠাৎ রফতা‌নি বন্ধ করায় ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাই ক‌মিশ‌নে চি‌ঠি দেয়।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মো‌মেন ইতোম‌ধ্যে ব‌লে‌ছেন, ভার‌তের পররাষ্ট্র মন্ত্রণালয় হঠাৎ পেঁয়া‌জ রফতানি বন্ধ করায় অনুতপ্ত।