মুজিবনগর উপজেলার বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নাসিম সুলতান সোহেল ও সদস্য সামসুল আলমকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন স্কুলের শিক্ষকবৃন্দ।
মঙ্গলবার বেলা সাড়ে বারোটার দিকে শিক্ষক ও বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ শুভেচ্ছা জানানো হয়।
শুভেচ্ছা প্রদানের পর প্রধান শিক্ষকের কার্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে গোল্ডেন এ+ পাওয়া দুইজন কৃতী শিক্ষার্থীকে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুজ্জামান। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফিজুর রহমান, আরিফুল ইসলামসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি নাসিম সুলতান সোহেল শিক্ষার্থীদের ভালোভাবে লেখাপড়া করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে অবদান রাখার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।