বাগোয়ান ইউপি চেয়ারম্যান ও তার স্ত্রী করোনা মুক্ত

১৪ দিন নিজ বাড়িতে আইসোলেশনের থাকার পর অবশেষে করোনা মুক্ত হয়েছেন বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন ও তার সহধর্মিনী নারভিনা খাতুন।

সোমবার রাত ১০ টার দিকে মুঠোফোনের মাধ্যেমে ইউপি চেয়ারম্যান মেহেরপুর প্রতিদিনকে করোনা মুক্ত হওয়ার বিষয় নিশ্চিত করেন।

তিনি জানান, করোনা পজিটিভ আসার ১২ দিনের মাথায় আবারো আমার নমুনা পাঠানো হয়। আজ সোমবার ১৪ দিন চলমান রাতে আমার নমুনার রিপোর্ট আসলে সেখানে আমার ও আমার সহধর্মিনির রিপোর্ট নেগেটিভ আসে।

মুজিবনগর উপজেলা স্বাস্থ কমপ্লেক্স পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড.রেজওয়ান আহম্মেদ জানান, চেয়ারম্যান ও তার সহধর্মিনির আজ ১৪ দিন হোমকোয়ারিন্টিন শেষ হতে চলেছে।

এছাড়া তিনার শেষ রিপোর্ট নেগেটিভ এসেছে। স্বাস্থ বিভাগের পক্ষ থেকে তাদের করোনা মুক্ত ঘোষনা করা হয়েছে।

উল্যেখ্য,ঈদের আগের দিন থেকে ঠান্ডা- জ্বর জনিত কারনে চেয়ারম্যান ও তার স্ত্রীর নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নমুনা পাঠানো হলে গত ৪ তারিখ সন্ধায় তাদের দুজনের রিপোর্ট পজেটিভ আসে।