বাবর-ফখরের ব্যাটে উড়ে গেলে ওয়েস্ট ইন্ডিজ

দলকে শক্তিশালী করতে শেষ মুহূর্তে পাক স্কোয়াডে চার পরিবর্তন এনেছে পিসিবি। অভিজ্ঞ শোয়েব মালিক, সরফরাজ ও মোহাম্মদ হাফিজ দলে ভিড়েছেন।

কিন্তু একদিন আগেই নিজ দেশের দলের বিষয়ে দেশটির সাবেক ক্রিকেটার জালালুদ্দিন বলেন, বিশ্বকাপে পাকিস্তানের বিশ্বকাপ জেতার কোনো সম্ভাবনা নেই।

আর তার নেতিবাচক মন্তব্যের যেন উচিত জবাব দিল বাবর আজমরা। প্রস্তুতি ম্যাচে টি-টোয়েন্টি অন্যতম সেরা দল ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল তারা।

৭ উইকেটের বড় ব্যবধানে ক্যারিবীয়দের হারিয়েছে পাকিস্তান। দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ডে উইন্ডিজের দেওয়া ১৩১ রানের টার্গেট ১৫.৩ ওভারেই টপকে যায় বাবর আজমরা। এ জয়ের নায়ক অধিনায়ক বাবর আজম ও ফখর জামান।

৪১ বলে তার ৫০ রান ও পরে ফখর জামানের ২৪ বলে ৪৬ রানের টর্নেডো ইনিংসে ভর করে লক্ষ্যে পৌঁছে গেছে পাকিস্তান।

এর আগে ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের জুটি ৩৬ রান যোগ করে। রিজওয়ান ১৩ রানে সাজঘরে ফিরলেও অর্ধশত তুলে নেন বাবর।

প্রস্তুতি ম্যাচের প্রস্তুতি মোটেই ভালো হয়নি অভিজ্ঞ হাফিজের। শূন্য রানে আউট হয়েছেন তিনি।

তবে ফখর জামান ২৪ বলে ৪৬ ও শোয়েব মালিক ১১ বলে ১৪ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩০ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ দল।

শিমরন হেতমায়ার ২৪ বলে ২৮ রান করেন। এছাড়া অধিনায়ক পোলার্ড ১০ বলে ২৩ রানে অপরাজিত থাকেন। ক্রিস গেইলের ব্যাট থেকে আসে ২০ রান। পাকিস্তানের পক্ষে শাহীন আফ্রিদি, হাসান আলী ও হারিস রউফ দুটি করে উইকেট লাভ করেন।