বাবার রাজ্য – রাজীব হাসান

বাড়ির রাজ্যে বাবা রাজা
আমি তার সেনাপতি
রাজা ছাড়া আমি অচল
নাই যে কোনো গতি।

রাজার রাজ্যে রাজকুমারী
অতি আদুরে মেয়ে
রাজকুমার ছেলে আদুরে
সবার মুখের চেয়ে।

রানী মা আছে সেই রাজ্যে
রাজার পাশে স্থান
প্রজার কিছু হয় যদি তার
মনটা থাকে ম্লান।

রাজ্য আছে রাজা আছে
আছে বাবার ছায়া
প্রজার প্রতি রাজা রানীর
উজার করা মায়া।