বামন্দীতে পল্লী বিদ্যুৎ এর এজিএম কে প্রাণ নাশের হুমকিতে লিটন মেম্বরের নামে মামলা

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী পল্লী বিদ্যুতের এ জি এম কম মো: মোতাছিম বিল্লাহকে শারীরিক ভাবে লাঞ্ছিত ও প্রাণ নাশের হুমকি দেওয়ায় বামন্দী ইউনিয়নের ছাতিয়ান গ্রামের মেম্বর লিটনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার দুপুরে বামন্দী পল্লী বিদ্যুতের জোনাল ম্যানেজার মো: মোতাছিম বিল্লাহ বাদি হয়ে থানায় মামলা করেন।

বাদি মো: মোতাছিম বিল্লাহ জানান, সকালের দিকে আমাদের অফিসে ছাতিয়ান গ্রামের লিটন মেম্বর আসে এবং গাছ কাটার জন্য বিদ্যুত বন্ধ করে রাখতে বলে।
এ সময় ম্যানেজার মোতাছিম বিল্লাহ মেম্বর লিটনকে আবেদন করতে বললে সে আবেদন না করেই তাকে বিদ্যুৎ লাইন বন্ধ করে দিতে চাপ প্রয়োগ করে এবং ম্যানেজার মোতাছিম বিল্লাহ’র গালে থাপ্পড় দিয়ে “তোকে দেখে নেব, আমাকে সবাই চেনে” এ ধরণের হুমকি দেয় বলে জানান, বামন্দী পল্লী বিদ্যুতের এ জি এম মোতাছিম বিল্লাহ।

এ ঘটনায় মেম্বর লিটনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, বামন্দী পল্লী বিদ্যুতের এ জি এম মো: মোতাছিম বিল্লাহকে শারীরিক ভাবে লাঞ্ছিত ও প্রাণ নাশের হুমকি দেওয়ায় মেম্বর লিটনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

মেপ্র/ আরপি