বামন্দী বাজারের গিয়াস স্টিল কারখানা এখন ইভটিজারের আস্তানা

গাংনী উপজেলার বামন্দী বাজারের গিয়াস স্টিল কারখানা এখন ইভটিজারের কারখানায় পরিনত হয়েছে। প্রতিষ্ঠানটির সামনে দিয়ে চলাচলকারী স্কুল গামী শিক্ষার্থীদের প্রায় নানা কথার মার প্যাচে ইভটিজিং করা হয়।

বিষয়টি নিয়ে কেউ কোনদিন প্রতবাদ করে না সম্মানের কথা বিবেচনা করে। অথচ দিনের পর দিন এসব কারখানায় কর্মরত শ্রমিকরা প্রতিনিয়ত শীক্ষার্থীদের টিজ করে থাকে।

গতকাল দুপুরের দিকে বামন্দীর দুই শিক্ষার্থী গিয়াস স্টিল কারখানার সামানে দিয়ে যাওয়ার সময় দোকানে কর্মরত শ্রমিক অসালীন কথা বললে শিক্ষার্থীরা প্রতিবাদ করে চলে যায়। পরে ফিরে আসার সময় আবারো অশালীন কথা বলে।

বিয়য়টি নিয়ে ভুক্তভোগির পরিবারের এক সদস্য জানতে গিয়ে ইভটিজিংকারীকে একটি থাপ্পড় মারে। এসময় ইভটিজারদের সাথে যোগ দেয় কারখানা মালিক গিয়াস উদ্দিন তার সহযোগীতায় সবাই মিলে ঐ প্রতিবাদকারীকে মারতে উদ্যেত হলে তারা চলে আসে। গিয়াস উদ্দিন গাংনী উপজেলার সিন্দুরকোটা গ্রামের আলমে-র এর ছেলে। বর্তমানের বামন্দীতে বসবাস করেন।

স্থানীয় আরো কয়েকজন শিক্ষার্থী জানান, ঔ দোকান থেকে তাদেরকে বিভিন্ন কথার মাধ্যমে উত্যাক্ত করা হয়।

ভুক্তভোগী শিক্ষার্থী নিজেই বিষয়টি প্রথমে মোবাইল ফোনে মেহেরপুর জেলা প্রশাসক ও পরে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছে।

 

 

আরো পড়ুন-গাংনীতে আর আর এফ আয়োজিত আন্তফোরাম ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত