বারাদিতে হাইটেক এলাকার বাগান থেকে মোটরসাইকেল উদ্ধার

হেরপুর সদর উপজেলার বারাদী বাজারে অদূরবর্তী হাইটেক ফুড প্রোডাক্টস লিমিটেডের পরিত্যক্ত বিল্ডিং এর পার্শ্ববর্তী একটি ইপিল-ইপিল বাগান থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে বারাদি ক্যাম্প পুলিশ।

জানা যায়, গতকাল সোমবার রাত আনুমানিক ৮ টার দিকে বারাদী বাজারের অদূরবর্তী হাইটেক ফুড লিমিটেডের পার্শ্ববর্তী একটি ইপিল-ইপিল বাগানে একটি মটর সাইকেল পড়ে থাকতে দেখে এক পথচারী বারাদী ক্যাম্প পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে বারাদি পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই আব্বাস আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান।

তিনি হাইটেক এলাকার ভিতরে খোঁজা খুজি করে কাউকে না পেয়ে পরে তিনি মোটরসাইকেলটি নিয়ে এসে ক্যাম্পে হেফাযতে রাখেন।

এ ব্যাপারে বারাদী ক্যাম্প ইনচার্জ এস আই আব্বাস আলী বলেন, ধারণা করা হচ্ছে কেউ হয়তো চোরাই গাড়ী এখানে ফেলে রেখে যেতে পারে, তাছাড়া কি কারণে গাড়ীটি ফেলে গেছে তা রহস্য জনক।

এলাকাবাসীর ধারণা, হাইটেক ফুডের ফ্যাক্টরিটি দীর্ঘদিন যাবৎ বন্ধ হয়ে থাকার কারণে এখানে আশে পাশে একটি জঙ্গলে পরিণত হয়েছে।

এখানকার গার্ডদের সহযোগিতায় ইতিপূর্বে অনেকেই বাহির থেকে মেয়েদের নিয়ে এসে অসামাজিক কার্যকলাপ করতো একটি চক্র।

লোকালয় থেকে দূরে হওয়ায় এটি অপরাধীদের একটি অভয়ারণ্যে পরিণত হয়।

দীর্ঘদিন থেকেই লোকচক্ষুর আড়ালে বা পুলিশের চোখ ফাঁকি দিয়ে এই ধরনের অপকর্ম করে আসছে।

গতকালকেও হয়তো কেউ এই ধরনের অসামাজিক কার্যকলাপ করতে এসে মানুষের উপস্থিতি টের পেয়ে মোটর সাইকেলটি ফেলে পালিয়ে যায় বলে ধারণা করা হয়।

মোটরসাইকেলটি বর্তমানে বারাদী পুলিশ ক্যাম্প হেফাজতে আছে। মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর মেহেরপুর এ ১১-০০৪৯।

-বারাদী প্রতিনিধি