
মেহেরপুর বীজ উৎপাদন খামার বিএডিসি বারাদী দপ্তরের পাওয়ার পাম্প অপারেটর (পিপিও) আব্দুর রাজ্জাকের অপসারণের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে খামার শ্রমিকেরা।
গতকাল মঙ্গলবার সকাল ৮ টা থেকে শুরু করে ২ টা পর্যন্ত বারাদী খামারের অফিস প্রাঙ্গনে এ, বি ও সি ব্লকের শ্রমিকেরা এ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে। অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত গত ১৫/০৪/২৫ ইং শ্রমিক নীতিমালার ৫ এর খ’তে বলা হয়েছে শ্রমিকের বয়স সীমা হইবে ১৮- ৫৮ বছরের মধ্যে হতে হবে। এবং ৪ এর গ’তে বলা হয়েছে একজন সাময়িক শ্রমিক দৈনিক ভিত্তিতে নিয়োজিত হইবে এবং মাসে ২২ দিনের বেশি সময়ের জন্য কোনক্রমেই নিয়োজিত রাখা যাবে না।
খামারের শ্রমিকেরা ২০২৫ সালের এই নীতিমালা বাতিল ও ২০১৭ সালের নীতিমালা বহালের দাবীতে কয়েকদিন যাবৎ সারা দেশব্যাপী আন্দোলন করছে। এবিষয়ে শ্রমিক নেতৃবৃন্দ খামারের উপ-পরিচালক বরাবর তাদের একাউন্টে ২২ দিনের বেতন না দেওয়ার অনুরোধ জানান। শ্রমিকেরা বলেন, আমরা ৩০ দিন কাজ করে কেন ২২ দিনের বেতন নেব। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।
তারা বলেন, ৫ই আগস্ট পরবর্তী সময়ে খামারের পিপিও আব্দুর রাজ্জাক হিসাব শাখা, স্টোর শাখা সহ একাধিক শাখার দায়িত্ব পালন করছে। এরই মাঝে ক্ষমতার দাপট দেখিয়ে সে আমাদের একাউন্টে ২২ দিনের বেতন ঢুকিয়ে খামারের শ্রমিকদের সাথে স্বার্থবিরোধী কাজ করেছে। আব্দুর রাজ্জাক পিপিও হয়ে একা কেন এতো দায়িত্ব নিয়ে বসে আছে। আমরা তার অতিরিক্ত দায়িত্ব থেকে অপসারণ ও বদলীর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে খামারের উপ-পরিচালক বরাবর একটি লিখিত আবেদন পেশ করেন শ্রমিকরা। পরে খামারের উপ-পরিচালক মিনহাজ উদ্দীন আহমেদ চৌধুরী এ বিষয়ে তাদের আশ্বস্ত করেন। তিনি সাংবাদিকদের বলেন, শ্রমিকদের দাবির বিষয়ে কৃষি মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে কথা হচ্ছে। পরবর্তী নির্দেশনা পেলে ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া অফিসে জনবল কম থাকায় পাম্প অপারেটর আব্দুর রাজ্জাককে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।