বারাদী বাজারে অনুকম্পা ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

জাতীয় শোক দিবস উপলক্ষে অনুকম্পা ফাউন্ডেশনের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৯ টা থেকে দুপুর ১:৩০ টা পর্যন্ত মেহেরপুর সদর উপজেলার বারাদি বাজারে ওয়ালিদ আহম্মেদ শ্রাবনের সভাপতিত্বে, আকাশ মল্লিকের সঞ্চলনায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে অনুকম্পা ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংগঠন এ সময় উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সকল সদস্যবৃন্দ।

ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম । বারাদী অঞ্চলের বিভিন্ন শ্রেনী পেশার দুস্থ ও অসহায় মানুষের স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

অনুকম্পা ফ্রি মেডিকেল ক্যাম্পে যে সকল চিকিৎসকরা সেবা প্রদান করেন। ডঃ মোঃ আবু জাহিদ( মাসুম) এম.বি.বি.এস (রামেক) বিসিএস (স্বাস্থ্য) এফ.সি.পি.এস (শেষপর্ব) শিশু মেডিসিন পি.জি.টি (শিশু মেডিসিন) সি.সি.ডি( বারডেম) প্রাক্তন এইচ.এম.ও(ঢাকা শিশু হাসপাতাল), ডাঃমোহাম্মদ তৌফিক আহমেদ (নাহিদ) এম.বি.বি.এস (ডিইউ) পি.জি.টি (মেডিসিন) মেডিসিন নিউরোমেডিসিন চক্ষু শিশু নাক-কান-গলা চর্ম যৌন ডায়াবেটিক অর্থোপেডিক মেজবাউদ্দিন (মুন্না) ডি.এম.এফ।

এলাকার অসহায় মানুষেরা বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে অনেক খুশি।তাদের এমন উদ্যোগকে স্থানীয় লোকজন সাধুবাদ জানিয়েছে।