মেয়ে মানুষ নয়তো বোজা এই সমাজের বুকে, ওরাই পারে দেশটাকে আজ ভরে দিতে সুখে।
অবহেলার পাত্রী সেজে বাল্যবিবাহ করে, বুক ভাসিয়ে কাঁদে তারা বন্ধ শূন্য ঘরে।
আঠারো বছর না হতেই বাচ্চা পেটে আসে, বাবা মায়ের ভুলের জন্য পড়ে যায় নিজ লাশে!