মিষ্টি কোকিল আশায় ছিলো গাইবে বলে গান, বাসন্তীকে গান শোনাবে জুড়াবে যে প্রাণ।
শিমুল পলাশ রঙিন ছিলো রাঙাবে তার রঙে, কৃষ্ণচূড়া সাজলো নতুন রক্ত রাঙা সঙে।
ফাগুন হাওয়া আনলো ডেকে বাসন্তী যে হাসে, তাইতো কোকিল মনের সুখে মিষ্টি সুরে ভাসে।