বায়ান্ন আর একুশ – সাঈদুর রহমান লিটন

রক্তমিছিল, ঘাসে রক্তনদীর স্রোত,
ভাষা রক্ষার লোভ,
মায়ের পুত্রহারা করুণ কান্না,
বুলেটের গগন বিদারি চিৎকার বলে
বাংলায় বলা তোমাদের অধিকার।

মুখ চেপে কতক্ষণ রাখবে
মরার চেয়ে ফুলকি হওয়া ভাল
সমস্ত অপশক্তি পুড়িয়ে দেয়
কিছু রক্ত ফিরে পায় বাংলাদেশ

নিজের স্বাধীনতা, নিজের ভাষায় বলার স্বাধীনতা,
আগুন আন্দোলন এক পথে
যেমন ৫২ আর একুশ সামন্তবাল।