ডিসেম্বরে বিজয় বাংলা খোদার অশেষ দান, সবাই মিলে রাখতে হবে শহিদ-গাজীর মান।
লক্ষ মায়ের ইজ্জত হারা লাল-সবুজের ঝাণ্ডা, কেড়ে নিতে আসলে কেহ মারবো ছুঁড়ে ডাণ্ডা।
বীরবাঙালির রক্তে ভেজা আমার সোনার দেশ, বাংলা মাকে বাসবো ভালো সবার চেয়ে বেশ।