ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহত সকলের সুস্থতা কামনায় দামুড়হুদা উপজেলা বিএনপি'র আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বাদ আছর দামুড়হুদা ডিএস দাখিল মাদ্রাসায় এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সভাপতি মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল হাশেম।
আরো উপস্থিত ছিলেন, দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপি'র সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক আনছার আলী, জুড়ানপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক রুহুল আমিন, নতিপোতা ইউনিয়ন বিএনপি'র সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, নাটুদহ ইউনিয়ন বিএনপি'র সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক ওসমান গনি, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপি'র সভাপতি শামসুল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক জুলফিকার আলি ভুট্টু, হাউলী ইউনিয়ন বিএনপি'র সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নাফিজ আক্তারসহ বিভিন্ন ইউনিয়নের শত শত নেতাকর্মী।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, ডিএস দাখিল মাদ্রাসা মসজিদের ইমাম সোয়ায়েব হুসাইন।