বিশ্বের শীর্ষ দুই কোম্পানির স্থানেই অ্যাপল, মাইক্রোসফট!

বিশ্বের শীর্ষ দুই কোম্পানির স্থানেই অ্যাপল, মাইক্রোসফট!

প্রযুক্তি জায়ান্ট অ্যাপল ও সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট বাজার মূলধনের দিক থেকে বিশ্বের শীর্ষ দুই কোম্পানির স্থান দখল করে রয়েছে। জুলাই শেষে শেয়ার বাজারের তথ্যানুসারে এই খবর জানিয়েছে রয়টার্স।

অ্যাপল গত মাসে বিশ্বের প্রথম কোম্পানি হয়ে উঠেছে যেটি তিন ট্রিলিয়ন ডলারের বাজার মূল্যে পৌঁছেছে।

অ্যালফাবেট (গুগলের প্যারেন্ট কোম্পানি), মেটা প্ল্যাটফর্ম, চিপ নির্মাতা ইন্টেল এবং চিপ যন্ত্রাংশ নির্মাতা ল্যাম রিসার্চ এর মতো প্রযুক্তি কোম্পানিগুলোর শক্তিশালী ত্রৈমাসিক আয় গত মাসে বাজারে প্রতিষ্ঠানগুলোর প্রতি মনোভাব বাড়িয়ে তুলেছে।

ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটার মার্কেট ক্যাপ জুলাই মাসে ১০ শতাংশের বেশি বেড়েছে, কোম্পানির রাজস্ব পূর্বাভাস এবং দ্বিতীয় ত্রৈমাসিকে শক্তিশালী বিজ্ঞাপনের আয় বৃদ্ধির জন্য এই সাফল্য এসেছে।

মাইক্রোসফট তাদের ক্লাউড কম্পিউটিং এবং অফিস সফটওয়্যার ব্যবসায় বৃদ্ধির ফলে চতুর্থ ত্রৈমাসিক পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। যদিও জুলাই মাসে শেয়ারের দাম ১.৪ শতাংশ কমে যায়। জুলাই শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ২.৪৯ ট্রিলিয়ন ডলার।

সূত্র: ইত্তেফাক