বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় ইয়ুথ অ্যাসেম্বলির বৃক্ষরোপণ

চুয়াডাঙ্গায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ অ্যাসেম্বলির পক্ষ থেকে চুয়াডাঙ্গা সরকারি কলেজ সহ জেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রবিবার দুপুর সাড়ে বারোটার সময় চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ ডঃ একেএম সাইফুর রশিদ এর প্রধান অতিথি হিসাবে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন পরিবেশকে সুরক্ষিত রাখতে হলে আমাদেরকে সব সময় বেশি বেশি গাছ লাগাতে হবে এবং গাছকে যত্ন ও ভালবাসতে হবে। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শফিকুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, ফরহাদ হোসেন, চুয়াডাঙ্গা ইয়ুথ অ্যাসেম্বলির সমন্বয়কারী আব্দুস সালাম সৈকত,উপ- সমন্বয়কারী হোসনে আরা হাসি, চুয়াডাঙ্গা ইয়ুথ অ্যাসেম্বলির সভাপতি তৌফিক হোসেন, সাধারণ সম্পাদক মাশরাফি বিন মুর্তজা সহ ইয়ুথ অ্যাসেম্বলি সদস্যগণ।তালগাছ কৃষ্ণচূড়া পেয়ারা লেবু গাছ সহ মোট ২০০ টি বৃক্ষ চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে রোপন করা হয় ।

চুয়াডাঙ্গা ইয়ুথ অ্যাসেম্বলি পক্ষ থেকে এই কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে বলে তারা জানান।