বিশ্ব ভলেন্টিয়ার দিবস উপলক্ষে “সবুজ পৃথিবী, সুস্থ জীবন, একটি গাছ, একটি জীবন” এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে যুব সদস্যদের মাঝে গাছ বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা রেড ক্রিসেন্ট অফিসে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার সাব্বির মিয়া, যুব প্রধান খন্দকার বদরুদ্দোজা শান্ত, প্রশিক্ষণ ও সহশিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান নাছিম হাসান, আইসিটি মিডিয়া ও যোগাযোগ বিভাগের বিভাগীয় প্রধান গালিবসহ জেলার সকল যুব সদস্যরা।
বক্তারা বলেন, গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষাই নয়, মানুষের সুস্থ জীবনের জন্যও অপরিহার্য। তাই সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা।