বিষ ভালোবাসা- মাহবুবা করিম

ভালোবাসলেই জেনে শুনে বিষপান করে মানুষ;
বোধহয় ভালোবেসেই, অন্ধ হয়ে
অমৃত ভেবে তোমাকে গলগল ঢেলে দিয়েছি অন্তরে;
প্রেম ভেবে
সুখ ভেবে
নেশার পেয়ালা ভেবে
শুষে নিয়েছি সাপের চুম্বন

ইতোমধ্যেই
রক্তে মজ্জায়
টের পাই বিষের জ্বালা
ভালোবাসা টের পাই না কেন বলোতো?
ভালোবাসলেই বিষধর সাপ হয়ে যায় বুঝি প্রেমিক?