বীর মুক্তিযোদ্ধা ও কাজিপুর ইউপি চেয়ারম্যান রাহাতুল্লাহর ইন্তেকাল

বীর মুক্তিযোদ্ধা ও গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক রাহাতুল্লাহ (৮২) বার্ধক্য জনীত কারনে বরণ করেছেন। ইন্না লিল্লাহ ওয়া ইন্নাইলাইহি রাজিউন। বুধবার ভোরে কাজিপুর গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি গাংনী উপজেলা বিএনপির সহ সভাপতি ও কাজিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। আজ দুপুরে কাজিপুর ডিগ্্রী কলেজ মাঠে নামাজে জানাজা শেষে দাফন করা হবে।

জানা গেছে, গত দুই বছর ধরে তিনি নানা রোগে অসুস্থ হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। গত ৭ জুলাই গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষায় তিনি করোনা পজিটিভ হন। পরে পরীক্ষায় নেগেটিভ হয় বলে জানায় তার পরিবারের একটি সুত্র। চিকিৎসকদের পরামর্শে বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

রাহাতুল্লাহ স্থানীয় বিএনপির জনপ্রীয় নেতা ছিলেন। চলতি মেয়াদসহ আরও দুইবার তিনি কাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তার মৃত্যুতে বিএনপি নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।
আকতারুজ্জামান
মেহেরপুর