বুদ্ধিজীবী দিবসে আলোক সজ্জা করায় ফেসবুকে সমালোচনার ঝড়!

শহীদ বুদ্ধিজীবী দিবসে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আলোক সজ্জা করায় ফেসবুকে সমালোচনার ঝড় উঠছে। মিনজানুর রহমান জনি নামের এক সাবেক ছাত্রলীগ নেতা ফেসবুকে একটি সমালোচনা মূলক পোষ্ট দিয়েছেন।

পোষ্টে তিনি লেখেন, আজ আমি গর্বে গর্বে গর্বিত হয়ে গেছি। কি সুন্দর ব্যাপার শহীদ বুদ্ধিজীবী দিবসে মেহেরপুরে লাল নীল হলুদ লাইট জলে—!!

আজকে এমন একটা দিন, যেদিন বাংলাদেশের জাতির শ্রেষ্ঠ স‚র্যসন্তানদের হত্যা করা হয়েছিল–!!
আর আজকের এই দিনে মেহেরপুর জেলার প্রতিটি সরকারি প্রতিষ্ঠান লাল নীল হলুদ লাইট জ্বলছে–?? এই লজ্জার দায়ভার কে নেবে ??

এই স্টাটাসে মন্তব্য করে শোভন সরকার বলেন, এই না হলো ছাত্রনেতা দেশমাতৃকার বিবেক। যথার্থই বলেছেন আমি সহমত পোষণ করছি মিজানুর রহমান জনি ভাই সাবেক সাধারণ সম্পাদক মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগ।

মো: আবু জিহাদ নামে আরও একজন বলেন, অপশক্তি আজ আমাদের দলের ভিতরে ঢুকে আছে। সাইন বোর্ডটা শুধু লাগিয়েছে দলের। বাংলাদেশ আওয়ামী লীগ শুধুমাত্র জননেত্রী শেখ হাসিনার কাছেই নিরাপদ।

এছাড়াও বিভিন্ন জন বিভিন্ন রকম কমেন্ট করেছে।

-নিজস্ব প্রতিনিধি