বুয়েটের ভর্তি পরীক্ষা স্থগিত

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার বুয়েটের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে উপাচার্য সত্য প্রসাদ মজুমদার জানিয়েছেন।

তিনি জানান, দেশে মহামারী পরিস্থিতি ও লকডাউন বিবেচনায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।

মহামারীর জন্য বুয়েটের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে লেভেল-১, টার্ম-১-এ ছাত্র/ছাত্রী ভর্তির প্রাকনির্বাচনী পরীক্ষা ৩১ মে ও ১ জুন এর পরিবর্তে যথাক্রমে ৩০ জুন ও ১ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আর চূড়ান্ত ভর্তি পরীক্ষা ১০ জুনের পরিবর্তে ১০ জুলাই অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছিল।

করোনা মহামারির কারণে অন্য খাতের মতো শিক্ষা খাতেও প্রভাব পড়েছে। বুয়েটে এ বছর দুই ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমে এমসিকিউ পদ্ধতিতে প্রিলিমিনারি পরীক্ষা এবং তারপর লিখিত ভর্তি পরীক্ষা।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন