বৃষ্টি এলো বৃষ্টি এলো হইচই হইচই, খাল-বিল থৈইথৈই চারদিক রইরই।
পাখিগুলো উড়ে যায় এলোমেলো কই, ছলে-মেয়ে মাঠে খেলে করে হইচই।
কী মজা কী মজা! ছাট্ট বেলার খেলা, মা ডাকে আয় তোরা বাড়ি ফিরার বেলা।