বৃষ্টি এলো ঝমঝমিয়ে থমকে গেলো সব।
বৃষ্টি এলো বৃষ্টি এলো জুড়লো কলরব।
বৃষ্টি এলো বৃষ্টি এলো ভিজলো গাছের পাতা।
বৃষ্টি পড়ে টাপুরটুপুর ভাঙে ব্যাঙের ছাতা।
বৃষ্টি এলো বৃষ্টি এলো শীতল হল ধরা।
প্রাণ ফিরেছে তরুলতার কেটে গেল খরা।