বৃষ্টি যখন ঝরে – নাসরীন জামান নিজস্ব প্রতিবেদক ৬৭৭ আগস্ট ১০, ২০২২ · ৩:৪০ অপরাহ্ণ ঝর ঝরা ঝর বৃষ্টি ঝরে গাছের পাতা দোলে তাই না দেখে ভাবুক কবির কাব্যকলম খোলে। ছুটছে কেহ ছাতা মাথায় আঁকছে কেহ ছবি এসব দেখে মেঘআড়ালে হাসছে বসে রবি। সকাল-দুপুর মেঘের ময়ূর নূপুর পায়ে নাচে তারপরেও চাতক পাখি একফোঁটা জল যাচে। ঝর ঝরা ঝর বৃষ্টি ভেজায় আমার গাঁয়ের মাটি বর্ষা এলেই সেই সে মাটির গন্ধ শুঁকি খাঁটি। ShareTweetSharePinShare0 Shares ০ কমেন্ট 0 Facebook Twitter Google + Pinterest ShareTweetSharePinShare0 Shares মতামত দিন উত্তর বাতিল করুন Save my name, email, and website in this browser for the next time I comment.