
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঝিনাইদহের বিভিন্ন মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার রাত ৯টার দিকে শহরের কেন্দ্রীয় মদনমোহন মন্দিরে সনাতনী সম্প্রদায়ের উদ্যোগে এ বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
প্রার্থনা সভায় উপস্থিত সনাতন ধর্মাবলম্বীরা কীর্তন পরিবেশন, গীতা পাঠ ও বিশেষ প্রার্থনা করেন। তারা সৃষ্টিকর্তার কাছে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন।
প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক চন্দন বসু, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব সমীর কুমার হালদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অনন্ত কুমার রায়সহ সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
এর আগে শহরের আরও কয়েকটি মন্দিরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।