
দামুড়হুদা দলিল লেখক সমিতির আয়োজনে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত শারীরিক সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টার দিকে দামুড়হুদা উপজেলা দলিল লেখক সমিতির কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মো. বজলুর রহমান। দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বেগম খালেদা জিয়া একজন আপোষহীন গণতন্ত্রের জননি। তিনি আজ অসুস্থ হয়ে ঢাকার বেসরকারি হাসপাতাল এভার কেয়ারে চিকিৎসাধীন। দেশনেত্রী এমন একজন নেত্রী, যার জন্য দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই দোয়া করছেন। আমরা সবাই তার অতিদ্রুত সুস্থতা কামনা করি, যেন তিনি দেশের এই সংকটময় সময়ে আবারও জনগণের পাশে দাঁড়াতে পারেন।
এসময় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, দলিল লেখক সমিতির অর্থ সম্পাদক মো. শহিদুল ইসলাম, দৈনিক সকালের খোঁজ খবর ও দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার বিশেষ প্রতিনিধি মো. আসহাবুল আলম, দৈনিক সকালের সময় পত্রিকার দামুড়হুদা উপজেলা প্রতিনিধি মো. সাজিদুর রহমান, দৈনিক সকালের খোঁজ খবর পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. জহিরুল ইসলামসহ দামুড়হুদা উপজেলার সকল দলিল লেখক ও সহকারী সদস্যবৃন্দ।দোয়া মাহফিল পরিচালনা করেন দামুড়হুদা মডেল থানা মসজিদের ইমাম ও খতিব মো. আব্দুল হামিদ।