ধ্যানে বসেছে জ্ঞান বুদ্ধির মাথা নষ্ট, দায়িত্বের দেহে দগদগে ক্ষত হচ্ছে ভীষণ কষ্ট।
চড়া বাজারের তাপে যাচ্ছে মগজ গলে, হারিয়ে গেছে মুখের লাগাম বেফাঁস কথা বলে।
আয়-রে আয় ফিরে দায়িত্ব দে কাঁধে, ধ্যান রেখে আয় না-রে জ্ঞান পড়তে দিস না খাদে।