‘বোস্টন ডাইনামিকস রোবট ডগ’

১৯৮৬ সালে ঘটা ইউক্রেনের পারমাণবিক চুল্লি চেরনোবিলের সেই দুর্ঘটনার কথা মনে আছে? দুর্ঘটনার এত বছর পরও সেখানকার পরিবেশ মানুষের জন্য অসহনশীল।

সেখানকার পরিবেশ নিয়মিত পরীক্ষা করাটা মানবশরীরের জন্য বেশ বিপজ্জনক। সেই কাজের ভার এখন দেওয়া হচ্ছে চারপেয়ে এক রোবট—‘বোস্টন ডাইনামিকস রোবট ডগ’কে।

এটি নিজে থেকে ঘুরেফিরে চেরনোবিল এলাকার তথ্য পাঠাতে পারবে বিজ্ঞানীদের।

সূত্র : ম্যাশেবল