ব্যথার দানে একুশ পেলাম – রাকিবুল ইসলাম কবি

একুশ তুমি এই বাংলার
জীবন গাঁথার গান,
একুশ তুমি এনে দিলে
বাংলা ভাষার প্রাণ।

একুশ তুমি হাজার ভাইয়ের
রক্তে ঝরা লাশ,
একুশ তুমি বিশ্বের মাঝে
নির্মম ইতিহাস।

একুশ তুমি মা হারানো
একাত্তরের ব্যথা,
একুশ তুমি মুক্তি জয়ের
হাজার ফুলে গাঁথা।

একুশ তুমি মুক্ত পাখির
মুক্ত কলরব,
একুশ তুমি ব্যথার দানে
ফিরিয়ে দিলে সব।

একুশ তুমি শেখ মুজিবের
জাগ্রত সৈনিক,
একুশ তুমি লক্ষ মায়ের
লহু ঝরা অনিক।

একুশ তুমি ফেব্রুয়ারির
প্রভাত ফেরীর গান,
একুশ তুমি বাংলার বুকে
শ্রেষ্ঠ অবদান।