ঘেঙর ঘেঙর ব্যাঙ ডাকে ঝোপের আড়ালে জলের তলে টুপ করে ডুব দেয় পা বাড়ালে।
বর্ষাকালে ব্যাঙের রানী করে লাফালাফি ডোবার জলে ডুবে ডুবে ডাঙায় উঠে ঝাপি।
বর্ষার জল গায়ে মাখিয়ে ডাকে ঘেঙর ঘ্যাঙ হঠাৎ করে লাফিয়ে উঠে একটা কোলা ব্যাঙ।