ব্রাজিলে আরও ভয়ঙ্কর করোনা, আক্রান্তে ছাড়িয়ে গেল স্পেন-ইতালিকেও

দিন যতই যাচ্ছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ততই ভয়ঙ্কর হয়ে উঠছে প্রাণঘাতী করোনাভাইরাস। এরই মধ্যে আক্রান্তের সংখ্যায় ছাড়িয়ে গেছে ইউরোপের দেশ স্পেন ও ইতালিকেও।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ তথ্যানুযায়ী, বর্তমানে সবচেয়ে বেশি আক্রান্তের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ব্রাজিল।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১৪ হাজার ৯১৯ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৩ হাজার ১৪২ জন।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ তথ্যানুযায়ী, তালিকায় ব্রাজিলের ওপরে রয়েছে আমেরিকা, রাশিয়া এবং যুক্তরাজ্য।

এক মাসের ভেতর দুইজন স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করা ব্রাজিলে করোনা শনাক্তের অবস্থা রীতিমতো ‘যাচ্ছেতাই’। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-রাশিয়ার তুলনায় দেশটিতে মাত্র কয়েক শতাংশ পরীক্ষা হচ্ছে।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত একদিনে দেশটিতে আরও ৮১৬ জনের মৃত্যু হয়েছে। সেখানে এখন পর্যন্ত মোট মৃত্যু ১৫ হাজার ৬৩৩ জনের। সূ্ত্র-বাংলাদেশ প্রতিদিন