ভারতের এবিপির প্রতিযোগিতায় পুরস্কৃত মেহেরপুরের হাসনাত আসিফ কুশল

দেশভাগ নিয়ে প্রবন্ধ লিখে ভারতে পুরস্কৃত হয়েছেন একমাত্র বাংলাদেশি সাংবাদিক হিসেবে মেহেরপুরের হাসনাত আসিফ কুশল।

চলতি বছর জুলাইয়ে দেশটির অ্যাসোসিয়েটস অব বেঙ্গল প্রফেশনালসের (এবিপি) প্রবন্ধ লেখা প্রতিযোগিতায় একমাত্র বাংলাদেশি সাংবাদিক তৃতীয় স্থান অধিকার করেছেন তিনি।

এ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন ভারতের আলিয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি শিক্ষার্থী মিরাজুল ইসলাম এবং দ্বিতীয় স্থান অধিকার করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিদ্যাসাগর কলেজের ভূগোল বিভাগের এমএসসি শিক্ষার্থী শৌলী দাস।

মেহেরপুরের তরুণ কবি-সাংবাদিক হাসনাত আসিফ কুশলের প্রবন্ধের বিষয় ছিল ‘দেশভাগের কথা: বাঙালি মুসলিমদের আইডেনটিটি ক্রাইসিস’।

এই প্রবন্ধে ১৯৪৭ সালের দেশভাগের ঘটনা এবং তার রেশ ধরে দুই বাংলার মুসলিমের আইডেনটিটি ক্রাইসিস তুলে ধরেছেন তিনি।

হাসনাত আসিফ কুশল বর্তমানে দৈনিক ভোরের কাগজের সাব এডিটর হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে দৈনিক সমকাল, দৈনিক আমাদের নতুন সময় ও অনলাইন পোর্টাল ঢাকা পোস্টে কাজ করেন।

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে অনার্স-মাস্টার্স করেন।

সাংবাদিকতার পাশাপাশি এই তরুণ প্রাবন্ধিক সাহিত্যচর্চাও করেন। তিনি মেহেরপুরের বিশিষ্ট কবি-সাংবাদিক তারিক-উল ইসলামের পুত্র।