‘ভারতের বিপক্ষে নামলেই বাড়তি একটা জেদ চলে আসে’

গত ফেব্রুয়ারিতে শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচে ভারতকে ৩ উইকেটে হারিয়ে বিশ্বকাপ জেতে টাইগার যুবারা, যা প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেটের বৈশ্বিক শিরোপা অর্জন।

করোনাকালে ঘরবন্দি হয়ে সেই জয়ের সুখস্মৃতি রোমন্থন করলেন অনূর্ধ্ব-১৯ দলের বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান।

সেই ম্যাচে জয় নিশ্চিতের রানটি করেছিলেন ১৭ বছর বয়সী এ বাঁহাতি স্পিনার।

সম্প্রতি এক ফেসবুক লাইভে তিনি বলেন, এটি কেন হয় জানি না, ভারতের বিপক্ষে খেলতে নামলে আমাদের বাড়তি একটা জেদ চলে আসে। ত্রিদেশীয় সিরিজ, এশিয়া কাপ– সবখানেই এমনটি দেখেছি। আমাদের আলাদাভাবে কাউকে উজ্জীবিত করতে হয় না। সবাই নিজে নিজেই আক্রমণাত্মক হয়ে যায়।

তিনি বলেন, ভারতের বিপক্ষে অন্য সব ম্যাচের মতো সেদিনের ফাইনাল ম্যাচেও আমাদের পেসাররা বেশ আক্রমণাত্মক বল করেছে। বিশেষ করে সাকিব বেশি আক্রমণাত্মক ছিল। অভিষেকে সুযোগ পেয়ে কাজে লাগিয়েছিল।

মূলত ২০১৮ সালের এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে বাংলাদেশ দলের হেরে যাওয়ার সেই দুঃসহ দুঃখের তাড়না থেকেই বিশ্বকাপ জয় ছিনিয়ে এনেছিল বলে মনে করেন রাকিবুল।

তিনি বলেন, আমাদের জাতীয় দল তাদের বিপক্ষে এশিয়া কাপ ফাইনালে হেরেছিল। সেই সময় ভাগ্য আমাদের সঙ্গে ছিল না। সেই সময় অনেক বন্ধুবান্ধব বলতে শুরু করল– জাতীয় দলের মতো তোমরাও তাদের হারাতে পারবে না। এসব কথা আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছিল। বারবারই মনে হচ্ছিল– ভারতকে হারাতে পারলে আমাদের সমর্থকরা একটু বেশিই খুশি হবে। সূত্র-যুগান্তর