ভারতে কৃষক আন্দোলনে ‘সর্বোচ্চ সংযম’ দেখাতে জাতিসংঘের আহ্বান

ভারতের কৃষক আন্দোলনকারী ও সরকারকে ‘সর্বোচ্চ সংযম’ দেখাতে আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দফতর।

শুক্রবার রাতে জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত হাইকমিশনারের কার্যালয় এক টুইটবার্তায় বলা হয়, ‌‘ভারতে এখন যে কৃষক বিক্ষোভ চলছে, তা নিয়ে কর্তৃপক্ষ (সরকার) ও বিক্ষোভকারীদের সর্বোচ্চ সংযম দেখানোর আবেদন করছি।

অফলাইন ও অনলাইন – উভয়ভাবেই শান্তিপূর্ণ জমায়েত ও মতপ্রকাশের অধিকারকে রক্ষা করতে হবে। সবার মানবাধিকারের নীতিতে পর্যাপ্ত শ্রদ্ধা বজায় রেখে উপযুক্ত সমাধান বের করা গুরুত্বপূর্ণ।’

জাতিসংঘের এই আহ্বানের বিষয়ে এখনও নয়াদিল্লির পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। এর আগে কৃষকদের ক্ষোভ প্রশমনের জন্য গত বৃহস্পতিবার আহ্বান জানায় মার্কিন যুক্তরাষ্ট্র। সূত্র: হিন্দুস্তান টাইমস