
এবার উইমেন’স বিশ্বকাপের সূচিতে এলো বড় পরিবর্তন। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে নিরাপত্তাজনিত ছাড়পত্র না মেলায় সেখানকার সব ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে। ফলে বাংলাদেশের দুটো ম্যাচসহ বেশ কয়েকটি খেলার ভেন্যু বদলে গেছে।
শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
নতুন ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়াম। তবে ম্যাচের তারিখে কোনো পরিবর্তন আসেনি।
প্রাথমিক পরিকল্পনায় ভারতের বেঙ্গালুরু, গুয়াহাটি, ইন্দোর ও ভিশাখাপত্তম এবং শ্রীলঙ্কার কলম্বোতে ম্যাচ আয়োজনের কথা ছিল। কিন্তু নতুন সূচি অনুযায়ী ২৬ অক্টোবর ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ হবে নাভি মুম্বাইয়ে।
একইভাবে ২০ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোয় খেলার কথা থাকলেও সেটিও সরিয়ে নেওয়া হয়েছে একই ভেন্যুতে।
বাংলাদেশ বিশ্বকাপ মিশন শুরু করবে ২ অক্টোবর কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ৭ অক্টোবর গুয়াহাটিতে ইংল্যান্ডের মুখোমুখি হবে নিগার সুলতানার দল। ভিশাখাপত্তমে বাংলাদেশ টানা তিন ম্যাচ (১০ অক্টোবর নিউজিল্যান্ড, ১৩ অক্টোবর দক্ষিণ আফ্রিকা ও ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে) খেলবে।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচও হচ্ছে না বেঙ্গালুরুতে। ৩০ সেপ্টেম্বর ভারত-শ্রীলঙ্কার লড়াই সরানো হয়েছে গুয়াহাটিতে। আবার ১১ অক্টোবরের শ্রীলঙ্কা-ইংল্যান্ড ম্যাচ চলে গেছে কলম্বোয়। দ্বিতীয় সেমিফাইনাল হবে নাভি মুম্বাইয়ে। ফাইনালের ভেন্যু হিসেবে রাখা হয়েছে নাভি মুম্বাইয়ে।
তবে পাকিস্তান ফাইনালে উঠলেই ম্যাচটি কলম্বোয় হবে।
উল্লেখ্য, গত জুনে বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল শিরোপা উদযাপন ঘিরে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু হয়। ওই ঘটনার পর থেকেই স্টেডিয়ামের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। অগ্নি-নিরাপত্তা বিধিমালা না মানায় সম্প্রতি স্টেডিয়ামের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করেছে কর্তৃপক্ষ।
সূত্র: কালের কন্ঠ