ভারতে ফের রেকর্ড, ২৪ ঘণ্টায় শনাক্ত ২ লাখ ৩৪ হাজার

ফের একদিনে করোনা শনাক্তের রেকর্ড ভাঙলো ভারতে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী পাওয়া গেছে দুই লাখ ৩৪ হাজার ৬৯২ জন। একইসময়ে মারা গেছেন এক হাজার ৩৪১ জন। শনিবার (১৭ এপ্রিল) এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এখন পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা এক কোটি ৪৫ লাখ ছাড়িয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ১১টি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আজ এক বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষবর্ধন। এদিকে মহারাষ্ট্রে নতুন রোগী পাওয়া গেছে ৬৩ হাজার ৭২৯ জন। দিল্লিতে এই সংখ্যা ১৯ হাজার ৪৮৬। বিভিন্ন রাজ্য এখনো ভ্যাকসিন সংকটের কথা জানাচ্ছে।

আরও পড়ুন:
বিশ্বে গত একদিনে করোনায় মৃত ১৩ হাজার, আক্রান্ত ৮ লাখ

এই সপ্তাহে কেন্দ্রীয় সরকার উচ্চ সংক্রমণশীল ১২টি রাজ্য চিহ্নিত করেছে। এগুলো হলো: মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, উত্তর প্রদেশ, ছত্তিশগড়, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থান।

রাজ্যগুলোর মধ্যে দিল্লি, রাজস্থান, উত্তর প্রদেশে সাপ্তাহিক ছুটির নিষেধাজ্ঞাগুলি ফিরে এসেছে। অন্যদিকে মহারাষ্ট্র এই সপ্তাহের শুরুতে ১৫ দিনের জন্য কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে।