ভালোবাসি মাতৃভূমি বাংলা ভাষার বোল, ভালোবাসি আদর মাখা মায়ের প্রিয় কোল।
ভালোবাসি পাখির সুরে কিচিরমিচির গান, ভালোবাসি ছলাৎছলাৎ নদীর কলতান।
ভালোবাসি সবুজ শ্যামল তরুলতা বন ভালোবাসি সাদা মনের ভালো জনগণ।